পাতা:গল্পাঞ্জলি.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতৃহীন ›ኖ ሣ থাকেন । আমি যেখানে বসিয়াছিলাম, বৃদ্ধ সেই দিকেই আসিতে লাগিলেন । আমার কাছাকাছি আসিয়া আমার মুখপানে চাহিয়া, তিনি যেন স্তম্ভিত হইয়া ক্ষণকাল দণ্ডায়মান হইলেন। দেখিলাম, পরক্ষণেই আবার আত্মসম্বরণ করিয়া, মৃদুমন গমনে আমাকে ছাড়াইয়া গেলেন এবং আমার স্থান হইতে চারি পাচটি স্থানের ব্যবধানে উপবেশন করিলেন । আমি ভাবিলাম, বৃদ্ধ ক্ষীণদৃষ্টি—আমাকে প্রথমে কোন পরিচিত ব্যক্তি বলিয়া ভ্ৰম করিয়া থাকিবেন। এ তুচ্ছঘটনা আমার মনে অধিকক্ষণ স্থান পাইল না—আমি আবার নায়ক মৃগয়ায় ব্যাপুত হইলাম। এইরূপে আরও কিছুক্ষণ কাটিল। মনোমত নায়কের সন্ধান না পাইয়া, আরও দুই একখানা পুস্তকের অন্বেষণে যাইতেছিলাম । সেই মহিলাটির নিকট দিয়া যাইতে দেখিলাম, তাহার সম্মুখে দুষ্ট তিন খানি ভারতবর্ষীয় ছবির পুস্তক খোলা রহিয়াছে—আর তিনি কাগজে পেন্সিল দিয়া একটা জঙ্গল অাকিতেছেন। আরও কিয়ুৎক্ষণ পরে সেই স্থান দিয়া যাইরার সময় দেখিলাম –জঙ্গলের অন্তরালে একটা বাঘ থাব পাতিয়া বসিয়া আছে, হস্তিপৃষ্ঠ হইতে সৈনিকবেশধারী একজন ইংরাজ পুরুষ তার প্রতি বন্দুক লক্ষ্য করিতেছেন। ক্রমে একটা বাজিল—লাঞ্চের সময় উপস্থিত। বহি স্বস্থানে রাখিয়া আমি বাহির হইয়া গেলাম। অল্প দূরেই ভিয়েন রেষ্টোর নামক ভোজনশালা ছিল, তথায় প্রবেশ করিয়া খাইতে বসিলাম । দুই এক মিনিট পরেই দেখি, সেই বৃদ্ধাটিও প্রবেশ করিলেন । আমারই টেবিলে আমার সম্মুখস্থিত চেয়ারখানি দখল করিলেন। আমার পুনে 5tf*ạl #f{s-{RUzĩ [RfềitzR-“Good afternoon-*N#*if# এইমাত্র বৃটিশ মিউজিয়মের পাঠাগারে ছিলেন না ?” \...