পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৫২ ৩১ করিলাম, কিন্তু পাইলাম না । অতএব আমি তাহীদের উপরে আপন ক্রোধ প্রকাশ করিব, ও আপন ক্রোধাগ্নিতে তাহাদিগকে বিনাশ করিব ; প্রভু পরমেশ্বর কহেন, আমি তাহাদের কর্মের ফল তাহাদিগকে দিব । ২৩ অধ্যায়। ১ অহলার ব্যভিচার কৰ্ম্ম ১১ ও অহলীবীর ব্যভিচার কৰ্ম্ম ২১ ও পেযকারিদ্বারা অহলীবীর ক্লেশ ৩৬ ও শুভয়ের অনুযোগ ৪৫ ও ওভয়ের দণ্ড । ১ পরমেশ্বরের এই কথা আমার নিকটে উপস্থিত হইল, ং হে মনুষ্যের সন্তান, এক মাতৃজাত দুই কন্যা ছিল। ৩ তাহারা মিসরদেশে ব্যভিচারিণী হইয়া যৌবনাবস্থাতেই বেশ্যা হইল ; সেখানে তাহাদের স্তন মন্দিত হইল, ও কুমারীকালেই তাহাদের স্তনাগ্র মন্দিত ৪ হইল। ইহাদের জ্যেষ্ঠার নাম অহল (তাহার তাম্বু) ও কনিষ্ঠার নাম অহলীবা (তন্মধ্যস্থ আমার তাম্বু ;) তাহারা আমার হইল, এব^ তাহাদের পুত্র ও কন্যা জন্মিল ; তাহাদের নামের তাৎপৰ্য্য এই, অহল শোমিরোণ, ও অহলীবা ঘির শালম। অহলা যে সময়ে আমার ছিল, তৎকালেই সে ব্যভিচার • করিল ; সে আপন নিকটবৰ্ত্তি অশুর দেশীয় নীলাস্বয় ও যৌবনে মনোহর ও অশ্বারূঢ় সেনাপতি ও অধ্যক্ষগণাদি প্রেমকারিবর্গের প্রতি অত্যন্ত প্রেম * করিল ; সে অাপন প্রিয় লোকদের ফলতঃ অশুরীয় তাবৎ মনোহর যুব লোকদের সহিত ব্যভিচার করিল, এব^ তাহাদের সকল প্রতিমাদ্বারা ৮ ভষ্ট হইল। এবং মিসরদেশে যে বেশ্যাক্রিয়া অভ্যাস করিয়াছিল, তাহাও ত্যাগ করিল না ; কেননা তাহারা তfহার যৌবনকালে তাহাকে লইয়া শয়ন করিয়াছিল, ও কুমারীকালেই তাহার স্তন মদন করিয়াছিল, ও তাহার সহিত রতিক্রিয়। ৯ করিয়াছিল। অতএব আমি তাহার প্রেমকারিদের হস্তে অর্থাৎ তাহার মনোনীত অশূরীয় লোক১• দের হস্তে তাহাকে সমপণ করিলাম। তাহাতে তাহার। তাহার উলঙ্গত প্রকাশ করিল, ও তাহার পুত্র কন্যাদিগকে লইয়া গিয়া তাহাকে খড়গদ্বারা প্রহার করিল ; তাহাতে দণ্ডাড সফল হইলে স্ত্রীলোকের মধ্যে তাহার অখ্যাতি হইল। এই রূপ দেখিলেও তাহার ভগিনী অহলীব আপন অপরিমিত বাসনাতে তাহাহইতেও দুষ্ট। হইল, এবং ভগিনী অপেক্ষাও বেশ্যাক্রিয়াতে ১২ অধিক দুষ্ট হইল। সে অাপন নিকটবর্কি অশূর দেশীয় উত্তম পরিচ্ছদাম্বিত অশ্বারাঢ় ও যৌবনেতে o o [ং৩ অব্য) [शझि ० ० । fयद्भ د د-نه ; ه tl--]6[ ه R۰۰ د ; ه د - মিহিষুেল। মনোহর সেনাপতি ও অধ্যক্ষগণেতে প্রেমাসক্ত। হইল। পরে আমি তাছাকেও ভুষ্ট ও অাপন ভগিনীর পথগামিনী দেখিলাম। পরে সে অাপন বেশ্যাক্রিয়া অত্যন্ত বৃদ্ধি করিল, কেননা সে ভিত্তিতে লিখিত ও সিন্দুরেতে চিত্রীকৃত কটিবন্ধ ও মস্তকে নানাবর্ণ উষ্ণীষধারী এবং কস্দীয় দেশজাত বাবিলীয়দের ন্যায় রাজবং দৃশ্য এমত কম্বদীয়দের ছবি দেখিল ; এব^ দেখিবামাত্র প্রেমাসক্ত হইয়। তাহাদের কাছে কম্বদীয় দেশে দূত প্রেরণ করিল। তাহাতে বাবিলীয় লোকেরা অাসিয়া তাহার প্রেমের শয্যাতে শয়ন করিল ও বেশ্যাক্রিয়াতে তাহাকে ভুষ্টা করিল ; অশুচি হইলে পর তাহাদের প্রতি তাহার মন বিরক্ত হইল। এই রূপে সে বেশ্যাক্রিয়া করিয়া আপন উলঙ্গতা প্রকাশ করিলে তাহার ভগিনীর প্রতি আমার মন যেমন বিরক্ত হইয়াছিল, তদ্রুপ তাহার প্রতিও হইল। পরে সে যে সময়ে মিসরদেশে বেশ্যাক্রিয় করিল, সেই যৌবনকাল স্মরণ করিয়া আপন সকল বেশ্যাক্রিয়। আরো বৃদ্ধি করিল। কেননা গৰ্দ্দভের ন্যায় মাংস বিশিস্ট ও অশ্বের ন্যায় রেতবিশিষ্ট সেই উপপতিগণেতে সে আসক্ত হইল । মিস্ট্রীয় লোক যে সময়ে তোমার স্তন ও কুমারীকালে তোমার স্তনাগু মদন করিত, তুমি পুনৰ্ব্বার সেই যৌবনকালের কুকর্ম করিয়াছ। অতএব প্রভু পরমেশ্বর এই কথা কহেন,দেখ হে অহলীব1, তোমার মন যাহাদের প্রতি বিরক্ত হইয়াছে, এমত তোমার প্রেমকারিদিগকে তোমার বিরুদ্ধে উঠাইব, এবং চারিদিগে তাহাদিগকে তোমার বিরুদ্ধে আনিব। অর্থাৎ মনোহর যুবলোক ও সেনাপতিগণ ও অধ্যক্ষগণ এবং রথারূঢ় ও যশস্থি লোক ও অশ্বারূঢ় প্রভৃতি বাবিলীয় ও কসর্দীয় দেশাধিপতি ও ধনবান ও মহান লোক সকলকে * ও ইহাদের সহিত তাবৎ অশূরীয়দিগকে আনিব। তাহারা শকট ও রথ ও চক্র ও জনতা সঙ্গে লইয়া তোমার বিরুদ্ধে আসিয়া চর্ম ও ঢাল ও টোপর ধরিয়া তোমার বিরুদ্ধে চতুদিগে উপস্থিত হইবে ; এবং আমি তাহীদের সম্মুখে দণ্ডাজ্ঞ রাখিলে তাহারা আপনাদের মতানুসারে তোমার দণ্ড করিবে। এব^ অামি তোমার বিপরীতে স্বামির ন্যায় ক্রোধ প্রকাশ করিব,এবং তাহারা তোমার প্রতি প্রচণ্ড কোপের আচরণ করবে ; তাহারা তোমার নাসিক ও কর্ণ ছেদন করিবেও তোমার অবশিষ্ট লোকেরা খড়গে পতিত হইবে,ও তাহার তোমার পুত্রকন্যাগণকে হরণ করিবে, ও তোমার অব » » ιι-{e-s] πι ο ε ; »s ι (εί ν; > ιι-[ν] » πι » και 5 eSBBS BSBBSBS SS D BB BJ0 AAASAASAASAAA S00S BAA AAAA 00SAAA S0S SSS0SSSSBB SBBS BBB S S B S S B S SA SAS 0AAAAAAASAAAA 752

  • (ইবু) এৰ পিকোদ ও শোয় ও কোয় ।

[২৩ অধ্যায়। & 8