পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৩৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૨૭ কমলাকাস্তের দপ্তর। -T---------- SBBBSS (সঙ্গদর্শন, কাঃ ১২৮১° তেছে । আমি নিতান্ত একা—এক বলিয়া ভয় করিতে লাগিল—নিতান্তু এক তেছি । আমি এই কাল সমুদ্রে মাতৃসন্ধানে আসিয়াছি। কোথা মা ! কই আমার মা! কোথায় কমলাকাস্তপ্রস্থতি বঙ্গভূমি! এ ঘোর কাল সমুদ্রে কোথায় তুমি ? সহসা স্বৰ্গীয় বাদ্যে কর্ণরন্ধ, পরিপূর্ণ হইল—দিষ্মগুলে প্রভাতারুণোদয় বৎ লোহিতোজ্জ্বল আলোক বিকীর্ণ হ: ইল—স্নিগ্ধ মন্দ পবন বহিল—সেই তরঙ্গসস্কুলজলরাশির উপরে, দূরপ্রান্তে দেখিলাম—সুবর্ণমণ্ডিত, এই সপ্তমীর শারদীয় প্রতিম! জলে, হাসিতেছে, ভাসিতেছে, আলোক বিকীর্ণ করিতেছে! এই কি মা! ইঃ, এই মা। চিনিলাম, এই আমার জননী জন্মভূমি—এই মৃন্ময়ী —মৃত্তিকারূপিণী—অনন্তরত্নভূষিতা—এক্ষণে কালগর্ভে নিহিত । রত্নমণ্ডিত দশজে-দশদিকৃ—দশদিকে প্রসারিত; তা হাতে নানা আয়ুধরূপে নানা শক্তি শে+ - ভিত;' পদতলে শক্ৰ বিমৰ্দ্ধিত, পদাশ্রিত അജ്ഞ: তেছে নিবিতেছে=আবার উঠতেছে, দিগন্ত আলো করিতেছে—আবার মিৰি |-মাতৃহীন-মা! মা! করিয়৷ ডাকি | বীর জন কেশরী শত্রু নিপীড়নে নিযুক্ত । এ মূৰ্ত্তি এখন দেখিব না—আজি দেখিব ন হইলে দেখিব না-কিন্তু এক দিন । দখিব-দিগম্বুজ, নানা প্রহরণ প্ৰহরিণী, শক্রমর্দিনী, বীরেন্দ্রপৃষ্ঠবিহারিণী-{ দক্ষিণে লক্ষ্মী ভাগ্যরূপিণী, বামে বাণী বিদ্যাবিজ্ঞানমূৰ্ত্তিময়ী, সঙ্গে বলরূপী কাঞ্জি - : কেয়, কার্যসিদ্ধিরূপী গণেশ। আমি সেই { কাল স্রোতোমধ্যে দেখিলাম এই সুবর্ণময়ী } বঙ্গ প্রতিম! ਾਂ কোথায় ফুল পাইলাম বলিতে পারি না—কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পা ; "ঞ্জলি দিলাম—ডাকিলাম, “সৰ্ব্ব মঙ্গল | মঙ্গল্যে শিবে, আমার সৰ্ব্বার্থ সাধিকে! অসংখ্য সস্তানকুলপালিকে! ধৰ্ম্ম অর্থ, সুখ দুঃখ দায়িকে! আমার পুষ্পাঞ্জলি গ্রহণ কর! এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি, তুমি এই অনন্ত জলমণ্ডল ত্যাগ ! করিয়া এই বিশ্ববিমোহিনী মূৰ্ত্তি একবার | জগৎ সমীপে প্রকাশ কর । এসে মা ! ! নবরাগরঙ্গিণি, নব বলধারিণি, নব দৰ্পে । দপিণি, নবস্বপ্রদর্শিনি—এসে মা, গৃহে এসো—ছয়কোটি সস্তানে একত্রে, এক কালে, দ্বাদশকোটি কর যোড় করিয়া, তোমার পাদপদ্ম পূজা করিব। ছয় কোটি মুখে ডাকিব, মা প্রস্থতি অক্সিকে! ধাত্রি ধরিত্রি ধন ধান্য দায়িকে । নগাঙ্ক । শোভিনি নগেন্দ্র বালিকে! শরৎ মুনারি । চারুপূৰ্ণচন্দ্রভালিকে! ডাকিব,-সিন্ধু সে বিতে সিদ্ধপূজিতে সিন্ধুমথনকারিণি,শক্র { বধে দশভুজে দশগ্ৰহরণ ধারিণি.অনন্তন্ত্ৰ | অমস্ত কালস্তারিনিৰ্ব্বশক্তি দাও, সস্তানে, { অনন্তশক্তি প্রদায়িনি! তোমায় কি বলিয়া | ডাকিব মা! এই ছয় কোটি মুণ্ড ঐ পদপ্রান্তে লুষ্ঠিত করিব, এই ছয় কোটি কণ্ঠে { . . . . . . ; تهیه ------- --- تحت تستستگثاشتگاتنگت==