পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী, ফাল্গুন ১২৮৫ ) ছিন্ন মুকুল | একটু বিশেষ কথা আছে,একটু দূরে চলুন।” মীরজার সম্বন্ধে কিছু হইতে পারে ভাবিয়া সন্ন্যাসী তাহার সহিত মাঠের একটি নির্জন প্রাস্তে আসিলেম । তখন প্রমোদ বলিলেন “ মহাশয়, আপনাকে আমি খুজিতেছিলাম। দেখা পাইয়া যে আমি কত সুখী হইলাম কি বলিব !” সন্ন্যাসী অধীর গম্ভীর ভাবে বলিলেন “আমার সহিত তোমার আবার কি কথা আছে ? নীরজাকে আমায় দিতে কি তবে মনস্থ করিয়াছ । " প্র । “আপনি আর ঐ অবিশ্বাসের কথা বলিয়া আমাকে কষ্ট দিবেন না। আপনি জানেন না যে আমাকে দোষী ভাবিয়া আমার মনে কি কট দিতেছেন । কিন্তু আজ আমি দেই কন্টের শাস্তি করিব, মীর্জার বিষয়ে আমি মাহ জানিয়াছি তঃস্থ অপিনাকে বলিব, তাহ। আপনি শুনিলে আমাকে নিশ্চয়ই নির্দোষী বিশ্বাস করবেন।”সন্ন্যাসী উৎসুক ভাবে তাহা কি জিজ্ঞাসা করিলেন । প্রমোদ বললেন “সেদিন হঠাৎ আমি জানিরছি নীরজ কোথা । এবার আপনি আপনার কন্য পাইবেন।” স্বামী উৎসুক ভাবে বলিলেন “কোথা আছে ।” প্রমোদ তখন মীরজার রক্ষার বিষয় সংক্ষেপে বলিয়া যামিনীর নাম ধাম বলিয়া বলিলেন “আমি শুনিলাম নীরজার বিষয়ে যামি* নীনাথ আপনাকে অনেক বার পত্র লিখিয়া তেছি যত গোল ঘটিয়াছে। যামিনীনাথের কাছে গেলেই আপনি সে সকল বৃত্তাস্ত সমু দয় বিশেষরূপে শুনিতে পাইবেন।” " _*. TTT SAAAAA SAAAAA AAAA AAAA AA AAAA AAAA S সন্ন্যাসী বিস্ময় সহকারে বলিলেন “ধা মিমীনাথ ! যে ব্যক্তি তোমার সহিত আমা- } দের অরণ্যে গিয়াছিল, যাঁহাকে তোমার ; সঙ্গে নীরজী একরাত্রি আশ্রয় দিয়াছিল, | তাহার নামই ন যামিনীনাথ ! সে । বলিতেছে নীরজাকে রক্ষা করিয়াছে ? : রক্ষা করিলে কি সে তাহাকে তাহার পিতা কে তখনি ফিরাইয় দিত না ? সংবাদ । পৰ্য্যন্ত কি দিত না ? প্রমোদ বলিলেন মহাশয় তাহাকে সন্দেহ করিবেন না, তিনি আপনাকে সংবাদ দিতে ক্রটু করেন নাই, আপনি পান মাই।’ সন্ন্যাসী প্রমোদের কথায় কোন উত্তর করিলেন না । যামিনীনাথের পরিচয় শুনিয়া তিনি চিন্তামগ্ন হইয়াছিলেন। অনেক পরে } প্রমেীদের কথার উত্তর স্বরূপ বলিলেন । "সংবাদ দিলে আমি পাইতাম না ইহা অস স্তব " - T প্র । ‘না মহাশয়, আপনি আবার আর ; একজনকে অন্যায় দোষে দোষী করিতে ছেন । যামিনীনাথই নীরজার উদ্ধারকর্তা ' সন্ন্যাসী সে কথা ন শুনিয়া আপন মনে প্রমোদকে বলিলেন “নীরজ কোথা, এত দিন তুমি তাহ জানিতে না ?” প্রমোদ বলিলেন ‘ন।” স। "অথচ যামিনী তোমার পর }, বন্ধু ? “প্রমোদ একটু বিপদে পড়িয়া বলি ৷ লেন "মহাশয়, বন্ধু বটে, কিন্তু আমার স-{ । हिउ उँीब”-गबामो-थाया:क्ज़ कथः । ফুরাইতে না দিয়া বলিলেন "ঙোমার কথায় আর কিছুই বলিখার আবশ্যক नाहे * * _* * *- - - * * * .