পাতা:ভারতী ১২৮৫.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ভারতী জ্যৈ ১২৮৫) বঙ্গসাহিত্য ।

  1. দানে গঠিত ও ভিন্ন ভিন্ন রাগে রঞ্জিত { হইয়াছে। আমরা সামান্য কথাতেও দেখাইতে পারি যে পূৰ্ব্বে আমরাও জানি তাম যে ইংলণ্ডভূমি চিরকালই তুষারে জমাট হুইয়া থাকে, এবং পূর্বে ইংরাজরাও 1 জানিতেন যে ভারতবর্ষ আপাদমস্তক স্ববর্ণে মতিত—নদীর উপকুলে স্বর্ণরেণু এবং পৰ্ব্বতের শিখরদেশে স্থূপীকৃত স্বর্ণ পাওয়া যায়। | বাস্তুবিক, যখন কোন বস্তুর অtকার প্রকার এবং প্রকৃতি আমরা ঠিক জানিনা; অথচ | এইমাত্র জানি যে, সে বস্তু অন্য জানিত | বস্তু হইতে ভিন্নতর, সেখানে কল্পনার | দ্বারাই আমরা তাহার অঙ্গপ্রত্যঙ্গ গঠন করিয়া তুলি। দেশেবিদেশে প্রেতযোনি সংক্রাস্ত সংস্কার হইতে তাহ সংগ্ৰমান { হইতে পারে। সেইরূপ রামায়ণ প্রণেতা কখন রাক্ষসদিগকে দেখেন নাই, অথচ এই মাত্র জানিতেন যে তাহারা ভীষণতায় যাবতীয় পরিজ্ঞাত ভীষণ বস্তু হইতে বিশেষরূপ { ভীষণতর,তখন তাহাকে কাষেই কম্পন সহকারে এমন একটা বস্তু নিৰ্ম্মান করিতে হইস্নাছিল যে, যে কোন পাঠক সেই বর্ণনা পাঠ

করিয়ে তাহারই মনে ভীষণ ভাবের উদ্রেক হইবে। আবার সেই রাক্ষসকুলের যিনি রাজা, তিনি অবশ্যই সৰ্ব্বাপেক্ষ ভীষণতম হইবেন তাহীতে জার সন্দেহ কি ? সকল দেশরই আদিমহাকাব্যে এই বিশেষত্বটি আমরা দেখিতে পাই। ক্রমে যত জ্ঞানের আলোক তাহদের আকারপ্রকার ভিন্ন ভিন্ন উপ- | 1 विकीन श्रेष्ठতে৫থাকে ততই ¢महेकभ मॉर्म | कांग्लब মত ভবিভবের উপর বক্তৃতাঞ্জী 泷斩 এবং কুষ্টি হস্ত রাবণকে দেখিতে পাই, { ইলিয়াডেও আমরা সেইরূপ শতহস্ত ব্রায়ে-1 রিয়স্ ও শতমুখ হাইড্রাকেও দেখিতে পাই। । রামায়ণে যেরূপ বিকটমূৰ্ত্তি কবন্ধ স্ত্রীরামচন্দ্রের ভীতি সম্পাদন করিতেছে, অডি- | শীতেও সেইরূপ কপালচক্ষু-সাইক্লপদি- { গের পলিফিমস ইউলিসিসের ভীতি সম্পী-{ দন করিতেছে—রামায়ণে পৰ্ব্বত-উৎপাটন | যেমন অস্বাভাবিক, হিমীয়ডেও টাইটান শর্তৃক পৰ্ব্বত উৎপাটন সেইরূপ অসম্ভব? I দুৰ্য্যোধন যেরূপ মাতারপৃষ্টে প্রস্তরীভূত হই । য়াছিলেন, একিলিজও সেইরূপ মাতাকর্তৃক | প্রস্তরিভূত হইয়াছিলেন,—অথচ কবির | উদ্দেশ্য রক্ষার্থ উভয়েরই আবার শরীরের { স্থানবিশেষে স্বাভাবিক কোমলতাও বিদ্যমান । ছিল। রামায়ণে মারীচের রূপ পরিবর্তন | করা যেমন দুর্বোধ, অডিসীর প্রোটিয়সের | রূপ পরিবর্তন করাও সেইরূপ ছুবোধ 1 | মহাভারতে যেরূপ অৰ্জুন বাণদ্বারা পৃ | থিবী ধারণ করিয়াছিলেন,সেইরূপ হিসয়ডে । হরকুলিজ স্কন্ধদ্বারা সমস্ত পৃথিবী ধারণ ক | রিতে পারিয়াছিলেন । এইরূপে দেখিতে পা- । ওয়া যায় যে পুরাকালের কাবায়মুহে উৎকট | কল্পনার বাহুল্য আছে । রামায়ণে জটায়ু } পক্ষী কথা কহিতেছে শুৰিয়া অনেকে হাসিতে পারেন বটে, কিন্তু ইলিয়ডে এক্কিলি- । জের ঘোটক (জাখস কেবল ষেকখাৰহি । তেছে তাহা নয়,আৰায় একজন জিম্বশন-1 ινά και... μ . " ,