পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"g মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ ( রাগিণী মল্লার—তাল আড়া ) পাষাণসমপ্রাণ পুরুষ নিদয় অতি । মনে এক মুখে আর—ভিন্নভাব অন্তমতি ॥ কত কথার কত ছলে, রমণীরে কত ছলে, হাসি হাসি কত কত কথা বলে, মজায় অবলা-জাতি । নিত্য নব রসে মন, বসে মন আকিঞ্চন, দ্বিপদ ষঢ় পদগুণ, কি হবে এদের গতি ॥ এই মালা নিয়ে আজ আমোদ করবো । [ নটের প্রবেশ ] নট—প্রিয়ে সকলই তো বলেছি আর ওদিকেও সকল যোগাড় করে এলুম! এখন আর বিলম্ব কি ; আর কথাই বা কি ? নট—ন, আমার কোন কথা নাই । আপনি যা মানস করেছেন আমি কি আর তাতে কোন বাধা দেই ? দেখুন, আমি মনের সাধে এই মালাছড়াটি গেঁথেছি । এই হাতে ঐ গলে পরাব বলে ইচ্ছে হচ্ছে । নট --{ সহাস্তে ) একবার তে পরিয়েছ, আবার কেন ? নট—(মৃদু হাসে) এও এক সুখ ! -নট-প্রিয়ে ! মালাতে পরলে, এখন আর একটি গান গাও । নট—আর কি গান গাইব ? মনেব কথাই বলি, কিন্তু আপনি না বললে আমি বলবো না । নট —তাতে আর ক্ষতি কি ? উভয়ের সঙ্গীত { লক্ষেীয়ের স্থর-তালে কাওয়ালী ] মরি দুৰ্ব্বল প্রজার পরে অত্যাচার । কতজনে করে, করে জমীদার । তারা জানে মনে, জর্মীদার বিনে নাহি অন্য কেহ দুঃখ শুনিবার । প্রজা কত সহে, কিছু নাহি কহে: মনে ভাবে এর নাহি উপায় আর ।