পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু-রাজত্ব-তাম্রলিপ্ত-রাজ্য। ' ఇచ్చి রাঢ়ের নাম উল্লিখিত হইয়াছে। ইহাতে মনে হয়, তাম্রলিপ্ত তখন দক্ষিণ-রাঢ়রাজ্যের সহিত যুক্ত হইয়া গিয়াছিল। নতুবা তাম্রলিপ্তে সেরূপ কোন ক্ষমতাশালী রাজা থাকিলে নিশ্চয়ই রাজেন্দ্র চোলের সহিত র্তাহার সংঘর্ষ ঘটিত। পরন্তু ইহাও সম্ভব নহে যে, দিগ্বিজয়ী রাজেন্দ্র চোল তাম্রলিপ্তাধিপতির নিকট পরাজিত হওয়াতে শিলালিপিতে সে কথার উল্লেখ করেন নাই। এই ঘটনার কিঞ্চিদধিক অৰ্দ্ধ-শতাব্দী পরে পালবংশীর অন্যতম নরপতি রাজা রামপাল যখন কৈবৰ্ত্ত-বিদ্রোহ দমন করিয়া পিতৃ-রাজ্য বরেন্দ্রীর উদ্ধারসাধন করেন, তখন গৌড়-বঙ্গের তৎকালীন ক্ষমতাশালী রাজার প্রায় সকলেই যুদ্ধক্ষেত্রে নামিরাছিলেন। মহামহোপাধ্যায় পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপাল হইতে কবি সন্ধ্যাকর নন্দী-প্রণীত রামচরিত’-নামক একখানি গ্রন্থ আবিষ্কার করিয়াছেন। গ্রন্থখানি ও তাহার টীকা তৎকালীন বঙ্গদেশের ইতিহাস ও ভূগোলের পক্ষে বিশেষ মূল্যবা রামচরিতে রামপালের বিস্তারিত জীবনী আছে। ঐ গ্রন্থে দেখা যায় যে, বারেন্দ্র অতিযানে যে সকল সামস্ত গমন করিয়াছিলেন, তন্মধ্যে কোটাটীর বীরগুণ, দণ্ডভুক্তিরাজ জয়সিংহ ও অপারমাদারের অধিপতি এবং আটবিক সামন্তচক্রের প্রধান লক্ষ্মীশুরও ছিলেন। শ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ বস্তু সিদ্ধাস্ত করিয়াছেন, কোট অথবা কোটাটৰী দেশ বিশাল অরণ্যানী-বেষ্টিত উড়িষ্যার গড়জাত প্রদেশ এবং অপার-যাদ্ধারের বর্তমান নাম মাগারণ। : মান্দারণ শুর-রাeবংশ ও দক্ষিণ द्राक्लङ्गांछj ।

  • Memoirs of thę Asiatic Society of Bengal, Vol. 111. + ब्राशाब्रिउ,२९ ीिको। - पूं यावद्र आठीग्र ३उिशन-{ ब्रजज्वरू७) १: ***, *** ।