পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8૨8 সাধন । বা শ্বশুরকে নাগরাপেটা করিয়া হ্রস্ত করিয়া দিবে এইরূপ “কলম” লইতেছিল। কিন্তু স্বরোদিদিকে দেখিবামাত্র তাহার সব রাগ জল হইয়া গেল। সুরবালা বিস্ফারিতনে ত্রে ভয়ে কৌতুহলে যখন জিজ্ঞাসা করিল “কাকে অত গাল দিচ্চ জমাদার ?” জমাদার তখন হাসিয়া বলিল “দুনিয়ামে বড়াসব নেমকহারাম আছে দিদি ” । কিন্তু স্নানান্তে খড়ম পায়ে দিয়া দীর্ঘশিখা ঝাড়িতে ঝাড়িতে তাহার মনে হইল, অত রাগ না করিয়া ম্যানেজার বাবুকে নিজে গিয়া দুটো মিষ্ট কথা বলিয়া আসিলে ক্ষতি কি ? সত্য সত্যই কি ংসার এত স্বার্থপর হইয়া উঠিয়াছে যে, লোকে নিমকের খাতির অকালী সিং মনস্থির করিল রাত্রে সিদ্ধেশ্বর রায়ের বাসায় গিয়া গোপনে তাহার সহিত মোলাকাৎ করিবে । এদিকে রায়জী কত্রীঠাকুরাণীকে বাগাইতে না পারিয়া সাক্ষীর যোগাড় দেখিতেছিলেন এবং জনকতক পেসাদার সাক্ষাকে শিখা S-> . احیه LS- --{R ں_Sتs - ; *こメ - 宗ャオ ইতে পড়াইতে সেদিন গভীর রাত্রি পর্য্যন্ত র্তাহাকে কাছারীর মন্ত্রণাগৃহে থাকিতে হইয়াছিল। বাসায় ফিরিয়া গিয়া দেখিলেন ছোট তরফের জমাদার অকালী সিং তাহার অপেক্ষায় তাহার বৈঠক খানায় দিব্য সপ্রতিভ ভাবে বসিয়া আছে। তাহাকে দেখিয়া একটা ছোট্ট রকমের সেলাম করিল বটে, কিন্তু এমন সেলাম তিনি ছোট তরফে থাকার সময়ও করিত। র্তাহার পদবৃদ্ধির অনুপাতে সেলাম” ও যে দীর্ঘতায় বাড়িতে বাধ্য, অকালী সিংহের মোট বুদ্ধিতে ইহ না এবং নিজে শয্যায় উপবেশন করিয়া তাকিয়া হেলার দিব অকালী সিং যখন “চোকার” দিকে যাইতেছিল, তখন অকস্মাৎ একেবারে ভুলিয়া যাইবে ? অতএব “রোটী বানাইতে বানাইতে" প্রতিভাত না হওয়ায় রায় মহাশয় আজ তাহ ফিরাইয়া দি’ আলবোলা টানিতে টানিতে অকালী সিং ছাড়া গৃহস্থিত আর সব - سیسی سیستم مجمع جسم چهاجمین بسیجی ---------- --------- ごごーご ੇ ... . . क्लङख्डो । 8२८ জিনিসের প্রতিই দৃষ্টি সঞ্চালন করিতেছিলেন। অকালী সিং ইহাতে প্রথমতঃ ভাবিল যে, রায়জী বুঝি তাহাকে দেখিতে পান নাই, আর এত রাত্রে পরিশ্রান্ত হইয়া আসিয়া অন্যমনস্ক হওয়াও মানুষের পক্ষে কিছু বিচিত্র নহে। অতএব পূৰ্ব্ব আনুগত্য স্মরণ করিয়া অকালী সিং বাবুর বিছানার দিকে ঘেঁসিয়া বসিল। বাবু ইহাতে মহা গরম হইয়া উঠিলেন। অৰ্দ্ধশয়ানাবস্থায় ছিলেন, উঠিয়া বসিলেন এবং বলিলেন “তুমিত দেখচি বড় বেয়াদব হে ?” অকালী সিং বুঝিল, সে মুহুরী সিদ্ধেশ্বর আর নাই। হাসিয়া । বলিল “বাবু, আমি গওয়ার, লেখা পড়া জানিনে বেয়াদবি করে থাকি মাফ করবেন। একটা কথা জিজ্ঞাসা করতে আমার আসা। একথা কি সত্য যে আপনি ছোট তরফের নিমক ভুলে তার অনিষ্ট চেষ্টা করচেন ?” - - - সিদ্ধেশ্বর রায় একবার একটু দমিলেন বটে, কিন্তু ধমক চমক করিয়া কথাটা উড়াইয়া দিবার ভরসায় বলিলেন “এমন বড়কথা כל ע বরকন্দাজের সঙ্গে হতে পারে না । - অকালী সিং হাসিল। “বাবু মনে পড়ে কি দশ বছর আগে এই বরকন্দাজ কোসিস না করলে আপনার চাকরী থাকা ভার হত ? মনিব গোসা করে আপনাকে জবাব দিলে এই বরকন্দাজ অকালী । সিং আপনাকে রক্ষা করেছিল |” এ অপমান ম্যানেজার বাবুর অসহনীয় হইয়া উঠিল। “কোই বাম রে” বলিয়া তিনি একটা হাক দিলেন বটে, কিন্তু ততরাত্রে । 6পনাদার কেহ হাজির ছিল না। খানসামা তামাক সাজিতে গিয়াছিল । অপমানের তীব্র জালায় অধীর হইয়া সিদ্ধেশ্বর রায় নিজের ইত-কুড়াইয়া লইয়া অকালী সিংহের দিকে নিক্ষেপ করিলেন। তখন অকালী সিং সিংহের মত গর্জন করিয়া তাহার দিকে ধাবিত ।