Page:History of Bengali Literature in the Nineteenth Century.djvu/169

From Wikisource
Jump to navigation Jump to search
This page needs to be proofread.

CAREY AND FORT WILLIAM COLLEGE 145 প্রায় না গ্রীতি কি ভাল মুখে আলাপ ও নাই কেবল মাথামুড়৷ খাওয়া কাটাঘাটা মাত্র । ওলো তোর ভাতার কারে কেমন ভালবাসে তাহ বল শুনি। আহা তার কথা কও কেন এখন আর আমারদের কি আদর আছে নৃতনের দিগে মন ব্যতিরেক পুরাতনের দিগে কে চাহে। তা হউক। তুই সকলের বড় তোর ছাল্য! পিল হইয়াছে। কালি যে ভাই ছপুর বেলা কচকচি লাগালে মাঝুয়া বেটা তাহা কি বলিব। কি জন্য কচকচি হইল। দূর কর ভাই। তাহা কহিলে আর কি হবে লোকে শুনিলে মন্দ বলিবে আমার বাড়ীভর! শত্রু এই জন্য ভয় করি । বড় বৌ আমার মাথার দিবিব সত্য করিয়া বল। কালি দুপুর বেলা ছোট বৌ রান্ধিয়াছিল ইহার মধ্যে আমার ছ্যালা আগে ভাত খাইয়াছিল ইহার মধ্যে মাঝুয়ামাগী আসিয়া কন্দল আরম্ভ করিল। তোর গে! বাড়ীর মাইয়াগুল! কেহ কারু ভাল দেখিতে পারে না। কি করিব এমত ঠাই নাই যে সেখানে গিয়! দশ পাঁচ দিন থাকিলে গায় বাতাস লাগে। কেন তোর ভাইদের বাঁড়ী দিন কত যা না কেন। তাহারদের বাড়ী যাব কি তাহ! হইলে তবে ভাইখাকীরদের কাছে রক্ষা আছে। আমার ভাইদের নাম শুনিতে পারে না কেউ। কর্তা ঘিনি তিনি ছন্দ ডাকাডাকির জন্য বাড়ী প্রায় থাকেন না যখন আইসেন তখন গালাগালি তিরস্কার করেন। তোরদের সংসারের এমত ধ্ক্য ছিল এখন এমত অনৈক্য হইয়াছে । মাইয়। ছুটার বিবাহ দিতে পারিলে আমি সাতটা! শর্ষ! দিয়া ্নান করি কুলাই চণ্ডির আগে দড়ো গুয়াপান স্ুবচনী পুজা করি মনস্কামন! সিদ্ধ করিলে হয়। 19