Page:History of Bengali Literature in the Nineteenth Century.djvu/230

From Wikisource
Jump to navigation Jump to search
This page needs to be proofread.

206 BENGALI LITERATURE মধ্যে এক মঞ্চ করিয়া আপনি তথাতে থাকিল মঞ্চের উপরে যতক্ষণ বসিয়। থাকে ততক্ষণ রাজাধিরাজের যেমত প্রতাপ ও শাসন ও মন্ত্রণা সেইমত প্রতাপ ও শাসন ও মন্ত্রণা PIF করে যখন মঞ্চ হইতে নামে তখন জড়ের প্রায় থাকি (থাকে)। ইহা! দেখিয়া কৃষকের পরিজন লোকেরা বড়ই বিশ্মিত হইয়া পরম্পর কহে একি আশ্চর্য্য । এই বৃভন্ত (বৃত্বান্ত) লোকপরম্পরাতে ধারাপুরীর রাজা ভোজ শুনিলেন। অনন্তর রাজ! কৌতুকাবিষ্ট হইয়া মন্্রি সামন্ত সৈন্য সেনাপতির সহিত মঞ্চের নিকটে গিয়! কুষকের ব্যবহর (ব্যবহার) প্রত্যক্ষ দেখিয়া আপনকার অত্যন্ত বিশ্বাসপাত্র এক মন্ত্রিকে মঞ্চের উপরে বসাইলেন। সেই মন্ত্রী যাবত মঞ্চের উপরে থাকে তাবত রাঁজাধিরাজের প্রায় প্রতাপ ও শাসন ও মন্ত্রণা করে । ইহা দেখিয়। রাজা! চমতরুত হইয়া বিচার করিলেন যে এ শক্তি মঞ্চের নয় এবং কৃষকেরো নয় এবং মন্ত্রির নয় কিন্ত এ স্থানের মধ্যে চমৎকার কোনহ বস্ত (বস্ত) আছেন তাহারি শক্তিতে কৃষকে রাজাধিরাজপ্রায় হয়। ইহা নিশ্চয় করিয়া দ্রব্যের উদ্ধার *্(রণ সেই স্থান খনন করিতে মহা রাজা আজ্ঞা দিলেন। আঙ্। পাইয়া ভৃত্যবর্গেরা খনন করিল তৎপর সেই স্থান হইতে প্রবল (প্রবাল) মুক্তা মানিক্য হীরক কৃর্য্যকান্ত চন্ত্রকান্ত নীলকান্ত পদ্মরাগ মনিগণেতে জড়িত বত্রিশ পুত্তলিকাতে শোভিত তেজোময় এক দিব্য রত্রসিংহাসন উঠিলেন। সেই সিংহাসনের তেজে রাজা ও রাজার পরিজন লোকের! সিংহাসন প্রতি অবলোকন করিতে পারিলেন না। তৎপর রাজা হষ্টচিত্ত হইয়! আপনার রাজধানীতে সিংহাসন আনয়নের ইচ্ছা করিয়া ভূৃত্যবর্গের দিগে আজ্ঞ! করিলেন। আজ্ঞা পাইয়া ভূত্যবর্গোর! (বর্গেরা) সিংহাসন চালন কারণ অনেক যদ্ভ করিল সে স্থান হইতে সিংহাসন লড়িল না। তৎপর আকাশবাণী হইল যে হে রাজ! নানাবিধ বস্ত্র অলঙ্কার আদি উপকরণ দিয়া এ সিংহাসনের পুজা বলিদান হোম কর তবে সিংহাসন উঠিবে তাহা শুনিয়া রাজা সেইরূপ করাতে সিংহাসন অনায়াসে উঠিলেন। তৎপর ধাঁরানামে নিজ রাজধানীতে সিংহাসন আনিয়া স্বর্ণ রূপ্য প্রবাল স্ষটিকময় স্তন্ততে শোভিত রাঁজসভা স্থানের মধ্যে স্থাপিত