Page:History of Bengali Literature in the Nineteenth Century.djvu/247

From Wikisource
Jump to navigation Jump to search
This page needs to be proofread.

PUNDITS AND MUNSIS 223 style though sanscritised often assumes an ease and dignity reminding one of the later Illustration. style of Bidyasaigar ':— দণকারণ্যে প্রাচীনদীতীরে বহুকালাবধি এক তপস্বা তপস্তা করেন বিবিধ কুচ্ছ,সাধ্য তপঃ করিয়াও তপঃসিদ্ধিভাগী হন না। দৈবাৎ এ তপোধনের তপোবনেতে এক দিবস নারদমুনি আসিয়া উপস্থিত হইলেন। Q Sra বহুমান পুরঃসর পাগ্ার্ধ্যাসন দান ও স্বাগত প্রশ্ন করিয়া! নারদমুনিকে নিবেদন করিলেন। হে ঈশ্বরদর্শি মুনি বহুকালবাতীত হইল আমি তপস্তা করিতেছি তপঃসিদ্ধি হয় না কতকালে আমার তপঃ- সিদ্ধি হইবে ইহা আপনি ঈশ্বরসমীপে জানিয়া আমাকে আজ্ঞা করিবেন। তাপসের এই বাক্য শুনিয়া নারদমুনি ঈশ্বরসন্সিধানে গিয়া তাহার কথা নিবেদন করিলেন। ঈশ্বর আজ্ঞা করিলেন @ তাপসের তপোবনোপকণ্ঠে যে অতিবুহৎ তিন্তিড়ী বৃক্ষ আছে সে বুক্ষের যত পত্র তত শত বৎসরে তার তপস্তাসিদ্ধি হইবে । ঈশ্বরের এই আজ্ঞা নারদ শুনিয়া & তপোধনকে কহিলেন তপোধন শুনিবামাত্র পরমাহলাদে উদ্ধবানু হইয়া নুতা করিতে লাগিলেন ও কহিলেন ভাল কখনো হউক আমার তপঃসিদ্ধি হইবেতো তপস্বী এইরূপে অত্যন্ত হষ্টান্তঃকরণ হইয়! নারদমুনির নিকটে বসিয়া আছেন ইত্যবসরে পরমেশ্বর স্বয়ং এ তাপসের আশ্রমে আসিয়! তাহাকে দর্শন দিয়া কহিলেন। হে তাপস অগ্ঠ তোমার তপঃসিদ্ধি হইল তাহার বিলম্বের কারণ যে সকল পাপ ছিল তাহা তোমার নিষ্ঠার এতাদূনা পরাকাষ্ঠাতে সন্থষ্ট হইয়া তোমাকে ক্ষমা করিলাম এইরূপে এ তপস্থিকে তপঃসিদ্ধি বর প্রদান ককিয়া (করিয়া) ঈশ্বর অন্তহিত হইলেন। তদনস্তর নারদমূনি এ তপোধনকে কহিলেন হে তপস্থি কার্ধাসিদ্ধির কালের কিছু ইয়ন্তা নাই কিন্ত পুরুষের বিশ্বাসপূর্বক আত্যান্তিক নিষ্ঠাতে সন্থন্ট পরমেশ্বরের প্রসাদ যখন হয় তখনি কার্ধাসিদ্ধি হয় দ্বৈধ যাবৎ থাকে তাবৎ পর্য্যন্ত কার্যাসিদ্ধি হইতে পারে Al | " প্রবোধচন্দ্রিকা, pp. 56-57