Page:History of Bengali Literature in the Nineteenth Century.djvu/250

From Wikisource
Jump to navigation Jump to search
This page needs to be proofread.

226 BENGALI LITERATURE অথ অলসকথা। ! সকল কার্য্ের উদ্যোগের যে হেতু সেই উৎসাহ তাহাকে জীবের wifey কহা যায় সেই উৎসাহহীন যে মনুষ্য সে অলদ হয় তাহার উদাহরণ এই। মিথিলা নগরীতে বীরেশ্বর নামে এক রাজমন্ত্রী থাকেন তিনি দান- শীল এবং অত্যন্ত দয়ালু সকল ছূর্গত ও অনাথ লোকেরদিগেরে প্রতিদিন তাহারদের ইচ্ছামত আহার দান করেন কিন্তু | সকলের মধ্যে অলস লোকেরদিগেরে অন্ন এবং বন্ত্র দান করেন । যে হেতুক অলস লোক জঠরা- গ্রিতে ব্যাকুল হইয়াও আলস্তাপ্রযুক্ত কোন কর্ম করিতে পারে না অতএব অলস লোক সকল ছূর্গতের মধ্যে প্রধান গণিত হইয়াছে অথবা! আলম্ত পরম- Illustrative extract er তদাশ্রিতরপে ৮ aes Se from the story of the মাত্রাবলন্বি পুরুষের অক্ষুব্ধ মন কোন বিষয়াকাজ্জা করে না এবং সে স্বয়ং কোন অভিলফিত কর্মে ange হয় না কেবল জঠরাগ্নি তাহার নিদ্রাজন্য সুখ নষ্ট করে আমি এই বিবেচনা করি। পরে অনেক লোভী লোক অলসেরদের অভীষ্ট লাভ শুনিয়া সেখানে গিয়! অলসেরদিগের সহিত থাকিল যে হেতুক স্বজাতীয়ের সহবাস সকলের স্থথকর হয় এবং স্বজাতীয়ের স্থখ দেখিয়া কোন জীব সেখানে না যাঁয়। পরে ধূর্তেরা অলসেরদের মুখ দেখিয়া কৃত্রিম আলল্ত প্রকাশ করিয়৷ সেখানে ভোজনদ্রব্য গ্রহণ করিতে লাগিল। পশ্চাৎ নিয়োগি পুরুষেরা অলসশালাতে অনেক দ্রব্য ব্যয় জানিয়া এই পরামর্শ করিল যে স্বামী অলসেরদিগকে অক্ষম জানিয়া খাগ্ছা- দ্রব্য দেন কিন্তু অলস ভিন্ন অন্ত অন্ত লোকও কপট করিয়া দ্রব্য গ্রহণ করিতেছে সে আমারদের বুদ্ধিন্রম প্রযুক্ত অতএব কেবল আমারদিগের দোষেতেই প্রভুর ধন নষ্ট হইতেছে ইহাতে আমরা প্রত্যবায়ী হইব। অতএব সকল অলসেরদের পরীক্ষা করি এই পরামর্শ করিয়া অলসেরা যে গৃহে শয়ন করিয়াছিল সেই গৃহে অগ্নি দিয়া নিকটে থাকিল তখন সেই গৃহে শয়িত ধূর্ত সকল গৃহেতে অতিশয় প্রজ্জলিতাগ্নি দেখিয়।