Page:History of Bengali Literature in the Nineteenth Century.djvu/263

From Wikisource
Jump to navigation Jump to search
This page needs to be proofread.

EARLIEST BENGALI JOURNALISM 389 ৬ ইউরোপদেশীয় লোক কর্তৃক যে ২ নূতন স্থষ্টি হইয়াছে সেই সকল পুস্তক হইতে ছাপান যাইবে এবং যে২ নূতন পুস্তক মাসে ২ Beane হইতে আইসে সেই সকল পুস্তকে যে ২ নূতন শিল্প ও কল প্রভৃতির বিবরণ থাকে তাহাও ছাপান যাইবে। ৭ এবং ভারতবর্ষের প্রাচীন ইতিহাস ও বিদ্যা ও জ্ঞানবান লোক ও পুস্তক প্রভৃতির বিবরণ। এই সমাচারের পত্র প্রতি শনিবারে প্রাতঃকালে সর্বত্র দেওয়! যাইবে তাহার মূল্য প্রতি মাসে দেড় টাকা। প্রথম ছুই সপ্তাহের সমাচারের পত্র বিনামুল্যে দেওয়া হইবে। ইহাতে যে লোকের বাসনা হইবেক তিনি আপন নাম শ্রীরামপুরের ছাপাখানাতে পাঠাইলে প্রতি সপ্তাহে তাহার নিকটে পাঠান যাইবে । Space forbids us to make quotations from the longer articles but we select here a few short specimens relating to a variety of topics. “বোনাপার্ট। মোং সেন্ত হেলিনা হইতে ৪ মাগস্তের সমাচার আসিয়াছে তাহাতে জানা গেল যে সেখানকার অধ্যক্ষের বোনাপাটকে আরও দৃঢ়রূপে বাখিবার চেষ্টা করিতেছে যে সেনাপতিরদের জিম্বাতে তিনি ছিলেন তাহারদিগকে অকম্মাৎ বিলাতে পাঠাইয়া তাহাকে পুনর্বার যে নৃতন সেনাপতিরদের জিম্বা করিয়াছিল তাহারদের পরীবর্ত করিয়া পুনর্বার নূতন সেনাপতিরদের জিম্বাতে তাহাকে রাখিয়াছে ইহার হেতু আমর! এত দূরে থাকিয়া জানিতে পারি না কেবল কর্ম দেখিতে পাই।” (২রা জানুয়ারী, ১৮১৯ । ২০শে পৌষ, ১২২৫)।

  • কলিকাতার নরদামা ।

কলিকাতা শহরের খবরদারিতে যে সকল সাহেবেরা নিযুক্ত আছেন তাহারা অনুমান করিয়াছেন ঘে কলিকাতায় অনেক অনেক গভার নরদামা আছে তাহাতে অগ্ভ কোন দ্রব্য পড়িলে তাহা পচিয়া অতান্ত ভর্ন্ধ নির্গত হয় তাহাতে লোকেরদের সতত রোগ জন্মে। অতএব সে