Page:Isvar Chandra Vidyasagar, a story of his life and work.djvu/313

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been validated.
270
ISVAR CHANDRA VIDYASAGAR.

tack on Braja Nath Vidyaratna, and the second, on Madhu Sudan Smritiratna. The language of both the pamphlets is so vile and scurrilous, that considering Vidyasagar's character and the gravity of his ordinary style of composition, it can hardly be believed to have emanated from the pen of that able writer, and that he could ever have indulged in such vulgar witticism and ribaldry. To satisfy the curiosity of the reader, we quote below a paragraph from the "Ratna-Pariksha":—

"তিনি, নিতান্ত ম্লান বদনে কহিলেন, দেখুন, আমি, ব্রজবিলাস লিখিয়া বিদ্যারত্ন খুড়র মানবলীলাসংবরণের কারণ হইয়াছি। মদীয় বিষময়ী লেখনীর আঘাতেই, তদীয় জীবনযাত্রার সমাপন হইয়াছে, সে বিষয়ের অণুমাত্র সংশয় নাই। আমাদের সমাজে, গোহত্যা ও ব্রহ্মহত্যা অতি উৎকট পাপ বলিয়া পরিগণিত হইয়া থাকে। দুর্ভাগ্যক্রমে, ব্রজবিলাস লিখিয়া, কোন্ পাপে লিপ্ত হইয়াছি, বলিতে পারি না। এ অবস্থায়, আর আমার মধুবিলাস লিখিতে সাহস ও প্রবৃত্তি হইতেছে না; মধুবিলাস লিখিলে, হয়ত, আমার পুনরায় ঐরূপ পাপে লিপ্ত হইতে হইবেক। বিশেষতঃ, স্মৃতিরত্নখুড়ী বুড়ী নহেন; তাঁহাকে, ইদানীন্তন প্রচলিত প্রণালী অনুসারে, দীর্ঘ কাল, ব্রহ্মচর্য্যপালন করিতে হইবেক, সেটীও নিতান্ত সহজ ভাবনা নহে। যদি বল, আমরা উদ্যোগী হইয়া পুনঃসংস্কার সম্পন্ন করিব; সে প্রত্যাশাও সুদূরপরাহত। এই সমস্ত কারণবশতঃ, আর আমার, কোনও মতে, এ বিষয়ে হস্তক্ষেপ করিতে সাহস হইতেছে না।"

After the lecturing at the anniversary of the "Jessore Hindu-Dharma Rakshini-Sabha", appeared Vinaya-Patrika, a paper of protest against