Page:Isvar Chandra Vidyasagar, a story of his life and work.djvu/322

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been validated.
RE-MARRIAGE OF HINDU WIDOWS.
279

গীত।

তোমরা ঈশ্বরের দোষ ঘটাবে কি রূপে।
রাখিতে ঈশ্বরের মত, হইয়ে ঈশ্বর দূত,
এসেছেন ঈশ্বর বিদ্যাসাগর রূপে॥
রাজ-আজ্ঞায় দূতে আসি কাটে মুণ্ড দিয়ে অসি,
রসি বেন্ধে ফেলে অন্ধকূপে।
তা বলে দূতে কখন দূষী হয় না সেই পাপে।
কি আর ভাব সকলেতে, হবে যেতে জেতে হতে,
জেতের অভিমান সাগরে দাও সঁপে।
এক কর্ম্ম প্রায় জগত, ভারত আদিপুরাণ যত,
ভারতে চলিবে না কোন রূপে।
যখন করেছে এ ভারত
অধিকার ইংরেজ ভূপে॥

Even cultivators, street-porters, cab-men, and other lower class people indulged in these songs. Some of these lays appeared on the borders of native cloths. The following song made its appearance in some of the Santipore cloths:—

সুখে থাকুক বিদ্যাসাগর চিরজীবী হ'য়ে।
সদরে করেছে রিপোর্ট বিধবাদের হবে বিয়ে॥
কবে হবে শুভদিন, প্রকাশিবে এ আইন,
দেশে দেশে জেলায় জেলায় বেরবে হুকুম—
বিধবা রমণীর বিয়ের লেগে যাবে ধূম,
মনের সুখে থাক্‌বো মোরা মনোমত পতি লয়ে।
এমন দিন কবে হবে, বৈধব্য-যন্ত্রণা যাবে,