Page:The Bansberia Raj.djvu/27

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
GLORIOUS PROGRESS UNDER UDAYA AND JAYANANDA
13

river[1]. Like his father, Udaya when his time came, passed away in peace.

The deceased left four sons of whom Jayananda was the eldest. All his brothers having died childless, Jayananda came by the whole


  1. See Lai Mohan Vidyanidhi's Supplement to the "Sammandha Nirnaya" where appear the following verses:—

    “মানসিংহ মহারাজ, কাশীতে আছিল।
    জীয়োর নিকটে তিঁহ উপদিষ্ট হল॥
    রাজারে কহিল দ্বিজ, শুন বাপধন।
    করিতেছ শুনি, তুমি বঙ্গেতে গমন॥
    মম পুত্রে গিয়া তুমি, ঠিকানা করিবা।
    সেই কার্য্য করি বাপ, মোরে বাঁচাইবা॥
    বঙ্গেতে আসিয়া রাজা, সে কার্য্য করিল।
    প্রথমতঃ ঐ কার্য্য, পশ্চাৎ সকল॥
    পাটুলীতে হয় শূদ্রমণি জমীদার।
    তাঁহাকে ডাকায়ে রাজা, কহে সমাচার॥
    রাজাজ্ঞা-মতেতে সেই, ঠিকানা করিল।
    গুরু-বাক্য ঐক্য করি, ঠিকানা হইল॥
    তারপর রাজা, গুরুপুত্র দরশন।
    করিয়া, হইল অতি আনন্দিত-মন॥
    শূদ্রমণি মহাশয়, করজোড় করি।
    দেখেন রাজার মনে আনন্দ লহরী॥
    রাজা বলে, ওহে তুমি যে কার্য্য করিলা।
    তার পরিতোষ তুমি লহ এই বেলা॥
    মহাশয় কহিলেন, আপন কৃপায়।
    অভাব নাহিক কিছু এই বাঞ্ছা হয়॥
    ঈশ্বরীর তীরে মম তরণী ভিড়ান।
    নিজ দেহ নিজ স্থানে পায় যেন স্থান॥
    মধ্যে মধ্যে আছে মম গমনাগমন।
    দুই চারি দিন করি, নীরে যে ভ্রমণ॥
    তথাস্তু বলিয়া রাজা, তাহাই যে করিল।
    গঙ্গার পশ্চিম তটে বহু স্থান দিল॥

    The title "Sudramani," however, was not given either in the time of Akbar or it that of Jehangir; it was first bestowed on Raghudeb by Nawab Murshid Kuli Khaa in the first quarter of the eighteenth century.